তোমার উজ্জ্বল ক্যাড়িয়ার যাত্রায়
ছুটে চলছি অবিরাম

আমাদের বহুমূখী শিক্ষা কার্যক্রম তোমাকে পৌছাতে পারে চুড়ান্ত লক্ষ্যে...

"টার্গেট এডুকেশন গ্রুপ"র পার্টনারশীপ বিভাগে

আপনাকে স্বাগতম!

আমাদের ফ্রাঞ্চাইজি পার্টনারশীপ ফরম পুরণ করে, আপনার এলাকায় আমাদের শাখার সম্পুর্ণ স্বত্বাধিকারী কিংবা শর্তসাপেক্ষে আংশিক মালিকানা অথবা আপনার পছন্দের শাখার পরিচালক হতে পারেন।
আমাদের শাখাসমূহ তিনটি ক্যাটাগরিতে বিভক্ত। প্রতি ক্যাটাগরির প্রতিটি শাখায়ই "টার্গেট এডুকেশন গ্রুপ" এর অধিনস্ত সকল প্রতিষ্ঠান পরিচালনার জন্য কেন্দ্রীয়ভাবে অনুমোদিত। তিন ক্যাটাগরির শাখা হচ্ছে-

  • এ গ্রেড ব্রাঞ্চ [মহানগর স্তরের শাখা]
  • প্রতিটি সিটি কর্পোরেশনে একটি শাখা থাকবে।

  • বি গ্রেড ব্রাঞ্চ [জেলা স্তরের শাখা]
  • যেসব জেলায় সিটি কর্পোরেশন নেই, সেসব জেলা সদরে একটি শাখা থাকবে।

  • সি গ্রেড ব্রাঞ্চ [জনবহুল এলাকার শাখা]
  • কোন উপজেলায় উচ্চমাধ্যমিক লেভেলের কমপক্ষে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চশিক্ষার জন্য একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তাহলে অই উপজেলায় একটি সি গ্রেডের শাখা থাকবে। সেক্ষেত্রে জেলা শহর থেকে সংশ্লিষ্ট উপজেলা শহরের দুরত্ব সর্বনিম্ন ১০ কিলোমিটার হতে হবে।

শাখার শতভাগ মালিকানা প্রাপ্তির পদ্ধতি

নিম্নোক্ত শর্ত পুরণ করে, আপনি আমাদের একটি শাখার পূর্ণ স্বত্ত্বাধিকারী লাভ করতে পারেন।

এ গ্রেড ব্রাঞ্চ
বি গ্রেড ব্রাঞ্চ
সি গ্রেড ব্রাঞ্চ
২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা অফেরতযোগ্য জামানত।
১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা অফেরতযোগ্য জামানত।
৭৫,০০০/- (পচাত্তুর হাজার) টাকা অফেরতযোগ্য জামানত।
১০০ জন শিক্ষার্থীর সম্পুর্ণ কোর্স মেটারিয়ালস কেন্দ্র এসকল শাখায় ফ্রি প্রদান করবে। যার বর্তমান মূল্য হবে ২,৫০,০০০/- টাকা
৫০ জন শিক্ষার্থীর সম্পুর্ণ কোর্স মেটারিয়ালস কেন্দ্র এসকল শাখায় ফ্রি প্রদান করবে। যার বর্তমান মূল্য হবে ১,২৫,০০০/- টাকা
৩০ জন শিক্ষার্থীর সম্পুর্ণ কোর্স মেটারিয়ালস কেন্দ্র এসকল শাখায় ফ্রি প্রদান করবে। যার বর্তমান মূল্য হবে ৭৫,০০০/- টাকা
শাখার সম্পুর্ণ মালিকানা শাখা পার্টনার পাবেন।
শাখা রিনিউ করতে চাইলে প্রতিবছর ৩১ জানুয়ারীর মধ্যে নিশ্চিত করতে হবে।
৩০০ টাকার স্ট্যাম্প এ একটি ৩ বছর মেয়াদী চুক্তিপত্র হবে।
ক্যাম্পাস পরিচালনা ও মার্কেটিং ব্যয়সহ সকল আয়-ব্যায় শাখা পরিচালের। এখানে কেন্দ্র কোনোরকম হস্তক্ষেপ করবে না।

শাখার আংশিক মালিকানা (জামানত ছাড়া)

নিম্নোক্ত শর্ত পুরণ করে, আপনি আমাদের একটি শাখার পঞ্চাশ শতাংশ স্বত্ত্বাধিকারী লাভ করতে পারেন।

এ গ্রেড ব্রাঞ্চ
বি গ্রেড ব্রাঞ্চ
সি গ্রেড ব্রাঞ্চ
ক্লাসরুম ও অফিস সহ অবকাঠামোগত সকল উপাদান থাকলে, জামানত ছাড়াই শাখা পার্টনার হতে পারবে।
শাখার ৫০% (অর্ধেক) মালিকানা শাখা পার্টনার পাবেন। শাখা রিনিউ করতে চাইলে প্রতিবছর ৩১ জানুয়ারীর মধ্যে নিশ্চিত করতে হবে।
ক্যাম্পাস পরিচালনা ও মার্কেটিং ব্যয়সহ সকল ব্যয় শাখা ও কেন্দ্র যৌথভবে পরিচালনা করবে।

শাখার আংশিক মালিকানার (জামানতসহ)

নিম্নোক্ত শর্ত পুরণ করে, আপনি আমাদের একটি শাখার পঞ্চাশ শতাংশ স্বত্ত্বাধিকারী লাভ করতে পারেন।

এ গ্রেড ব্রাঞ্চ
বি গ্রেড ব্রাঞ্চ
সি গ্রেড ব্রাঞ্চ
২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ফেরতযোগ্য জামানত।
১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত।
১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ফেরতযোগ্য জামানত।
শাখার ৫০% (অর্ধেক) মালিকানা শাখা পার্টনার পাবেন। সকল খরচের অর্ধেক শাখা পার্টনার বহন করবে। এবং লভ্যাংশের অর্ধেক বুঝে নিবে।
শাখা রিনিউ করতে চাইলে প্রতিবছর ৩১ জানুয়ারীর মধ্যে নিশ্চিত করতে হবে।
৩০০ টাকার স্ট্যাম্প এ একটি ৩ বছর মেয়াদী চুক্তিপত্র হবে।
ক্যাম্পাস পরিচালনা ও মার্কেটিং ব্যয়সহ সকল আয়-ব্যায় শাখা কেন্দ্র পরিচালনা করবে।